তৃণমূল নেতা আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুর গুজবে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন তিনি নিজেই। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন , শুনলাম আমার সম্পর্কে মৃত্যুর খবর রটেছে। আমি ভালো আছি। ৭৭ বছর বয়সে যেমন থাকা যায়, তেমনই আছি। এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আরও পড়ুনঃ রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নিলে কেমন হয়? শুভ্রাংশু রায়ের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা জানা গিয়েছে, বর্তমানে নিউটাউনের ফ্ল্যাটে রয়েছেন তিনি। শুক্রবার ক্যানিংয়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। যিনি মারা গিয়েছেন তাঁর নাম আব্দুর রাজ্জাক মোল্লা। একইরকম নাম হয়ে যাওয়ায় এই গুজব ছড়ায়।